জেষ্ঠ্য প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের আমন্ত্রণে ঢাকায় সফররত জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারোকোনো রোহিঙ্গাদের খবর নিতে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন বলে জানা গেছে।
সূত্র জানায়, জাপানের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন তারোকোনো। এছাড়াও দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা হবে।
প্রসঙ্গত, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের আমন্ত্রণে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারোকোনো।
সোমবার রাতে তারোকোনো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মাহবুব-উজ জামান।
এ ছাড়া আগামী ২০২৩-২৪ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে চায় জাপান। এটি নিয়েও জাপান বাংলাদেশের সহযোগিতা ও সমর্থন চেয়ে আসছে। ঢাকা সফরের সময় জাপানের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আলোচনায় তুলবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে জাপান আগামী ২০২৫ সালের জন্য ওয়ার্ল্ড এক্সপোর আয়োজন করতে চায়। সে কারণে বাংলাদেশের সমর্থন পেতে চায় দেশটি।
উল্লেখ্য, গত বছরের ৭-৮ আগস্ট জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছিলেন।
দেশদর্পণ/আহা/আক/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.