দেশ প্রতিবেদক, যশোর: দেশব্যাপি মশক নিধন ও পরিষ্কার পরিছন্নতা সপ্তাহ উপলক্ষে যশোরে জেলা আওয়ামীলীগের উদ্যেগে বিশাল প্রচার র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় র্যালিটি শহরের গাড়ীখানা রোড যশোর জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে শুরু হয়। এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আওয়ামীলীগের জেলা কার্যালয়ে এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। দলীয় কর্মসূচির অংশ হিসেবে এই র্যালি করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহিন চাকলাদার, দপ্তর সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল ইসলাম, উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম হাসান লাল, যুব মহিলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা রোকেয়া পারভীন ডলি, ছাত্র কল্যান ফেডারেশন যশোর জেলা সভাপতি সাদিয়া মৌরিন প্রমুখ।
প্রচার র্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সকল দিক দিয়ে উন্নতি করেছে। বাংলাদেশে সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেশ কিছু মানুষ মারা গেছে, অনেকেই চিকিৎসাধীন রয়েছে। এই ডেঙ্গু রোগে আক্রান্তদের পাশে আমাদের প্রধানমন্ত্রী আছে, তিনি এর প্রতিরোধে দেশের সকল স্থানে জনসচেতনতার বৃদ্ধির লক্ষে কাজ করতে দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন। তারই অংশ হিসাবে যশোর জেলা আওয়ামী লীগ এই কর্মসূচী পালন করেছেন।
জুলাই ৩১, ২০১৯ at ১২:৪০:৩৫ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/তআ
Comments are closed, but trackbacks and pingbacks are open.