দেশ প্রতিবেদক, যশোর: যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিকেলে দেয়াড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহিন চাকলাদার । উক্ত কর্মী সমাবেশে সভাপত্ত্বি করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনসুর আলী।
এ কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তেব্যে শাহিন চাকলাদার তৃণমুল নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, ঘরে বসে রাজনীতির করার দিন এখন নেই। তৃণমুলই রাজনীতির শেখড়। তৃণমুলকে অবশ্যই মুল্যায়ন করতে হবে। আমি শাহিন চাকলাদার আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। যে কোন সমস্যা থাকলে আমাকে বলবেন আমি আপ্রাণ চেষ্টা করবো আপনাদের সমস্যা সমাধান করতে।
শাহীন চাকলাদার আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে হবে। জামায়াত বিএনপি দলে ভিড়ে তা নস্যাৎ করার চেষ্টা করবে, আপনারা সর্তক থাকবেন।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, মীর জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, দেয়াড়া ইউনিয়ন পরিষদ পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নেয়ামত উল্লাহ, সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক সাদিয়া মৌরিন, শহর আওয়ামী লীগের নেতা ইউসুফ সাঈদ প্রমুখ।
জুলাই ৩১, ২০১৯ at ১৮:৫৪:০৫ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএম/তআ
Comments are closed, but trackbacks and pingbacks are open.