Take a fresh look at your lifestyle.

চৌগাছায় প্রয়োজনের তুলনায় কম বৃষ্টি, সেচপাম্পের সাহায্যে জমি চাষ

Get real time updates directly on you device, subscribe now.

দেশ প্রতিবেদক, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় প্রয়োজনের তুলনায় কম বৃষ্টিপাত হবার কারণে বাড়তি খরচ করে সেচ পাম্পের সাহায্যে জমিতে ধান চাষের জন্য উপযুক্ত করা হচ্ছে ।

আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণের মাঝা মাঝি সময়েও ভারি বৃষ্টির দেখা মেলেনি ।বাধ্য হয়েই এ অঞ্চালের হাজারো কৃষক বাড়তি খরচ করে সেচ পাম্পের সাহায্যে জমিতে পানি দিয়ে ধান চাষ করছে ।

উপজেলার এগারো টি ইউনিয়ন ও একটি পৌর সভার হাজারো কৃষকের আকাশের বৃষ্টির দিকে না টেযে থেকে বাড়তি খরচ করে জমিতে সচে দিয়ে ধান রোপনের কাজ সারছেন ।

আজ সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুরের একটি মাঠে যেয়ে দেকা যায়, হালকা বৃষ্টি পড়ছে কিন্তু তার মধ্যেও মুজাহিদ বিশ্বাস নামের একজন ধানচাষি সেচপাম্পের সাহায্যে জমি চাসের জন্য পানি দিচ্ছনে ।

পানি দেবার কারণ জানতে চাইলে ঐ কৃষক এ প্রতিবেদকে জানান, জমি চাসের জন্য যে পরিমানের পানি দরকার সে পরিমানের বৃষ্টি এখনও হয়নি । তারপরেও আমার জমির আশেপাশের সকল জমির ধান ইতি মধ্যে রোপনের কাজ মেষ হবার জন্য আমি বাধ্য হয়েই সেচের পানির সাহায্যে জমি চাষ করছি ।

চৌগাছা উপজেলা কৃষি অফিসের হিসাব অনুসারে এবার অত্র উপজেলার ধান চাষের লক্ষমাত্র ধরা হয় ১৬৫০০ হেক্টর জমি যাহা গতবার ও এই একই লক্ষমাত্রা ধরা হয়েছিলো । তবে এবার ধানের জমি চাষ করতে একটু বেশিই দেরি হয়েগেছে ।

তবে এ অঞ্চালের সাধারণ কৃষকের ধারণা আমন চাষে গতবারের তুলনায় একটু বাড়তি খরচ হবে,যাহা সাধারণ কৃষকদের তুলনায় অনেক বেশিই মনে হয় ।

 আগস্ট ০১, ২০১৯ at ১১:০৫:২৪ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআই/এসজে

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

%d bloggers like this: