ফাহাদ ফারদীন : যবিপ্রবিতে আন্তঃ বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।ফাইনাল খেলায় শারীরিক শিক্ষা বিভাগের মুখোমুখি হয় কেমি প্রকৌশল বিভাগ। শারীরিক শিক্ষা বিভাগ ৪-১ গোলে কেমি প্রকৌশল বিভাগকে পরাজিত করে। ১০ মিনিট বিরতি দিয়ে ৩০ মিনিট করে খেলা অনুষ্ঠিত হয়।প্রথম ৩০ মিনিটে শারীরিক শিক্ষা বিভাগ ৩ টি গোল দিয়ে এগিয়ে থাকে।বিরতির পর কেমি প্রকৌশল বিভাগ ১ টি গোল পরিশোধ করলেও শারীরিক শিক্ষা বিভাগকে বেশ ঘাম ঝড়ায়। তারা শারীরিক বিভাগের জালে বেশ কয়েকবার গোল দেওয়ার সুযোগ লাভ করে।উক্ত খেলায় শারীরিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে বৈরাগী ২ টি গোল, রজত, ও জুয়েল ১ টি গোল করে।
এদিকে কেমি প্রকৌশল বিভাগের পক্ষ থেকে ৩৫ নাম্বার জার্সি পরিধানকারী আরিফ একটি গোল দেয়।
খেলা শেষে বিজয়ী , রানার্স আপ, ও ৩য় স্থান অর্জনকারী দলগুলোকে ট্রফি তুলে দেন যবিপ্রবির উপাচার্য প্রফেসর ড.মোঃ আনোয়ার হোসেন। ফাইনাল খেলার ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার লাভ করে কেমি প্রকৌশল বিভাগের গোলরক্ষক। এছাড়া আইপি বিভাগের ছাত্র মামুনকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কৃত করা হয়। এইসময় শারীরিক শিক্ষা অনুষদের ডীন, শহীদ মশিয়ূর হলের প্রাধাক্ষ্য বিভিন্ন বিভাগের সভাপতিসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিল।
পুরস্কার বিতরণের আগে যবিপ্রবি উপাচার্য ঘোষণা দেন আগামী বছরে বঙ্গবন্ধুর শততম বার্ষিকীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টেচ্যাম্পিয়ন হলে তাদের জন্য অনেক বড় উপহার দিবেন। তিনি আরো বলেন, সকল বিভাগের শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি ফুটবল খেলাও শিখতে হবে। অনুষ্ঠানে শহীদ মশিয়ূর রহমান হলের প্রাধাক্ষ্য আমজাদ হোসেন ঘোষণা দেন ২০২০ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে যবিপ্রবি ১ম বা ২য় স্থান হলে খেলোয়াড়দের জন্য হলের ১ বছরের সব ফি ফ্রি করে দেবেন।
এই টুর্নামেন্টে আইপি বিভাগ ৩য় স্থান লাভ করে।সব খোকা পরিচালনা করে শারীরিক শিক্ষা বিভাগের ছাত্র আজাদুল ইসলাম।
আগস্ট ১, ২০১৯ at ২২:৩২:০১ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এফএফ/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.