ফাহাদ ফারদীন : গত কয়েক দিন আগে যবিপ্রবিতে অন্তঃ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়ে গেল। উক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অবিস্মরণীয় সাফল্য লাভ করে রেজওয়ান ফেরদৌস। সে যবিপ্রবিতে শারীরিক শিক্ষা বিভাগে ২য় বর্ষে পড়াশুনা করছে। বাস্কেটবল খেলা তার প্রিয় শখ হলেও সঙ্গীতে রয়েছে দারুণ প্রতিভা। যার প্রমাণ রেখেছে বিশ্ববিদ্যালয়ের অন্তঃ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায়।
সাংস্কৃতিক প্রতিযোগিতায় একজন শিক্ষার্থী সর্বমোট ৪ টি ইভেন্টে অংশ করতে পারবে। সে হিসেবে রেজওয়ান ৪ টি ইভেন্টে অংশ নিয়ে ৪ টিতেই পুরস্কার লাভ করে। রেজওয়ান নজরুল সঙ্গীতে ১ম, লোক সঙ্গীতে ২য়, আধুনিক গানে ৩য় ও দেশাত্মবোধক গানে ৩য় স্থান করে সবাইকে তাক লাগিয়ে দেয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও রেজওয়ানের প্রশংসা করে। গত বছরেও বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় সে পুরস্কার লাভ করেছিল। রেজওয়ান বলে সে ভবিষ্যৎে দেশের নামকরা বাস্কেটবল খেলোয়াড় হতে চাই। সেই সাথে নিজেকে গানের জগতেও রাখতে চাই। অবসর সময়ে হলের বড় ভাই ছোট ভাই সকলকে নিয়ে রেজওয়ানগানের আসর জমিয়ে তোলে। বলতে গেলে ক্যাম্পাসের এক পরিচিত মুখ রেজওয়ান।সে সকলের কাছে দোয়া প্রার্থী।
আগস্ট ২, ২০১৯ at ১০:৪১:১৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এফএফ/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.