আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে বিষাক্ত রাসায়নিক এজেন্ট প্রয়োগ করে হত্যা চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগান ওরটাগুস এক বিবৃতিতে বলেন, শনিবার ওয়াশিংটন বলেছে- রাশিয়াকে আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর যেকোনো ঋণ, অর্থনৈতিক কিংবা প্রযুক্তিগত সহায়তার সম্প্রসারণের বিরোধিতা করবে তারা।
তিনি বলেন, রাশিয়াতে পণ্য ও প্রযুক্তি রফতানি সীমিত করে দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য শুরু থেকেই দাবি করে আসছে, রাশিয়ার গুপ্তচররাই স্ক্রিপাল ও তার মেয়েকে মারতে চেয়েছে।
রাশিয়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। স্ক্রিপাল হত্যাচেষ্টার দায়ে গত বছর এক দফা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এবার তারা দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞা আরোপ করল।
বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তি আইএনএফ থেকে সরে আসার আগের দিন বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশে সই করেন।
আমেরিকার কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল উইপন্স কন্ট্রোল এন্ড ওয়েলফেয়ার এলিমিনেশন অ্যাক্ট ১৯৯১ এর আওতায় রাশিয়ার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের এ আইন অনুসারে, রাশিয়া আর রাসায়নিক অস্ত্র ব্যবহার করবে না বলে নিশ্চয়তা না দিলে ৯০ দিনের মধ্যে তাদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা যায়।
হোয়াইট হাউসের মুখপাত্র হোগান গিডলি শুক্রবার বলেছেন, প্রথম দফা নিষেধাজ্ঞার পর রাশিয়া যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী রাসায়নিক অস্ত্র ব্যবহার না করার নিশ্চয়তা দেয়নি। ফলে আমরা দ্বিতীয় দফায় তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছি।
আগস্ট ৩, ২০১৯ at ১৩:০৩:৪৫ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.