Take a fresh look at your lifestyle.

কবরস্থানে মিলল অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ

Get real time updates directly on you device, subscribe now.

দেশ প্রতিবেদক, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় গাছ থেকে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে চৌগাছা থানার পুলিশ উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের হিজলী বিজিবি ক্যাম্প থেকে প্রায় তিন’শ মিটার দক্ষিণ-পশ্চিম কোনের হিজলী গ্রামের ভিটেরমাঠ নামক একটি কবরস্থানের একটি কড়ই গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, যুবকটিকে (৩৮) অন্য কোথাও হত্যা করে রাতের আধারে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে ময়নাতদন্তের আগে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ ।

ওই গ্রামের নারী ইউপি সদস্য সফুরা বেগম জানিয়েছেন, সকালে হাটতে বেরিয়ে তিনি মোবাইল ফোনে সংবাদ পান, মাঠের গওহর আলীর পারিবারিক কবরস্থানের কড়ইগাছে একজনের লাশ ঝুলছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে থানা পুলিশকে বিষয়টি জানান। তিনি আরো বলেন, ঘটনাস্থলের পাশেই একটি স্যালোমেশিন চালানোর জন্য পাশের গদাধরপুর গ্রামের নুর ইসলাম ওরফে নুনু নামের একব্যক্তি ঝুলন্ত লাশটি দেখতে পেয়ে ভয়ে চিৎকার করে গ্রাসবাসীর জানান। পরে অন্যরা এসে ঝুলন্ত লাশটি দেখেও চিনতে পারেনি।

সকাল আটটার সময় ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মাঠের মধ্যের সমতল ভূমির চেয়ে কিছুটা উঁচু কবরস্থানের বাশঝাড়ের পাশের একটি কড়ই গাছের সাথে পাকানো পাটের ছুটায় (কাঁচা পাটের আশ) লাশটি ঝুলছে। লাশের পা দুটি নিচের আগাছার মধ্যে মাটিতে লেগে আছে। লাশের পরনে একটি লালচে রংয়ের ট্রউজার ও একটি ধূসর গেঞ্জি উল্টা করে গায়ে দেয়াছিল । ট্রাউজারটিতে কিছুটা কাদা লেগে আছে। লাশের থেকে প্রায় ৫০/৬০ মিটার দুরের একটি পাটক্ষেতের পাশে দুটি ছেড়া প্লাস্টিকের জুতা পড়ে আছে। জুতাদুটি নিহতের বলেই মনে করছে স্থানীয়রা।

পরে সকাল সাড়ে আটটায় চৌগাছা থানা পুলিশ লাশটি উদ্ধার করে সুরাহতল করে। তখন লাশের শরীরের অন্য কোথাও কোন দাগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন লাশটি উদ্ধারে নেতৃত্ব দেয়া পুলিশকর্মকর্তা এসআই নজরুল ইসলাম। তিনি বলেন, ময়নাতদন্তের আগে এ বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। তবে মৃত ব্যক্তির সুন্নতে খাতনা দেয়া আছে বলেও জানিয়েছেন জানান। এ বিষয়ে অপমৃত্যু মামলা হবে তিনি জানান ।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

আগস্ট ৩, ২০১৯ at ১৪:৫৮:০২ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমএকে/এসজে

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

%d bloggers like this: