দেশ প্রতিবেদক, চুয়াডাঙ্গা : ডেঙ্গু প্রতিরোধে চুয়াডাঙ্গায় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জনসাধারণের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে এই লিফলেট বিতরণ শুরু করে শহরেরর শহীদ হাসান চত্তরে ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে এই কার্যক্রম শেষ হয়। এর আগে শহীদ হাসান চত্তরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগর নেতারা।
লিফলেট বিতরণ কার্যক্রম কর্মসূচিতে উপস্তিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খুস্তার জামিল, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমঙ্গীর হান্নান, কোষাধক্ষ আলী রেজা সহল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলা উদ্দিন হেলা,জেলা ছাত্রলীগের সভাপতি অনিক হাসান জোয়াদ্দার সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণে সাধারণ মানুষের উদ্দেশ্য বক্তারা বলেন সবাইকে ডেঙ্গু মশা হতে সজাগ থাকতে হবে। একটু সচেতনতায় এই রোগ থেকে উদ্ধার পাওয়া সম্ভব। ডেঙ্গুতে আক্রান্ত অসহায় রোগীদের পাশে থাকবে জেলা আওয়ামীলীগ এমনটাই বলেন বক্তারা।
আগস্ট ৩, ২০১৯ at ১৫:৩৫:০২ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিটি/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.