Take a fresh look at your lifestyle.

ঈদগড়-ঈদগাও সড়কে ফের যুবক অপহরণ, ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবী 

Get real time updates directly on you device, subscribe now.

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : বাইশারী-ঈদগড়-ঈদগাও সড়কে ফের অপহরনের শিকার হয়েছে মাহবুবুর রহমান (৩১) নামের এক সিএনজি যাত্রী। সে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের মধ্যম বাইশারী ৭নং ওয়ার্ড এর মৃত জাফর হোছেনের ছেলে।

শনিবার (৩ আগষ্ট) সকালে সড়কের কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ার হিমছড়ি ঢালা নামক জায়গায় এ ঘটনা ঘটে।

অপহৃত মাহবুবের স্ত্রী রাশেদা বেগম জানান- তার স্বামী বিদেশ ফেরত বোন জামাই কে সঙ্গ দিতে সকালে কক্সবাজার যাচ্ছিল। পথিমধ্যে সিএনজি থামিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ খবরটি জানায় সিএনজি চালক আমার স্বামীর বোনের ছেলে রাশেদুল ইসলাম। সকাল ১১টা পর্যন্ত অপহৃত মাহবুবের কোন ধরনের খবর পাওয়া যায়নি বা মুক্তিপণ চেয়ে কেউ কোন ধরনের যোগাযোগ না করলেও বিকাল ৩টার দিকে মাহবুবের ব্যবহৃত মুঠোফোন থেকে মোবাইল করে ৩ লক্ষ টাকার মুক্তিপণ দাবী করে।

বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম বলেন- অপহরনের শিকার মাহবুব বাইশারীর বাসিন্দা। তার অপহরণের ঘটনাটি প্রশাসনকে অবগত করা হয়েছে। তিনি আরো বলেন- উক্ত সড়কে দীর্ঘদিন ধরে অপহরণ-ডাকাতি বন্ধ ছিল। হঠাৎ কোরবান কে সামনে নিয়ে অপহরণ ও ডাকাতির তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বাইশারী ইউনিয়নের ৫০ হাজার জনসাধারনের একমাত্র সড়ক যোগাযোগের মাধ্যম বাইশারী-ঈদগড়-ঈদগাঁও সড়কটি। তাই সকাল ৭টা থেকেই উক্ত সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত চেকপোষ্ট বসানোর দাবী জানান।

ঈদগড় পুলিশ ফাড়ির ইনচার্জ এএসআই মোর্শেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- সকাল ৭টায় সিএনজি যাত্রী অপহরন হয়েছে মর্মে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন ও ফোর্স সহ অভিযান পরিচালনা করলেও অপহরনকারীদল পাহাড়ের দূর্গমে চলে যাওয়ায় অপহৃতকে উদ্ধার করা সম্ভব হয়নি। অপহৃত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর বাসিন্দা। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ঘটনাস্থল ঈদগাঁও তদন্ত কেন্দ্রের আওতাধীন হওয়ায় অপহৃতকে উদ্ধারে ঈদগাঁও পুলিশকে সাথে নিয়ে অভিযান অব্যাহত থাকবে।

আগস্ট ৩, ২০১৯ at ১৮:২৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/একে/এসজে

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

%d bloggers like this: