এজি লাভলু, কুড়িগ্রাম : কুড়িগ্রামের চিলমারীতে গ্যাস লাইটের আগুনে পুড়ে ইয়া মনি নামে দুই মাস ২২ দিন বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের পুর্ব নটারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অষ্টমীর চর ইউপি চেয়ারম্যান আবু তালেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে পুর্ব নটারকান্দি গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে ছোট বাচ্চারা গ্যাস লাইট নিয়ে খেলছিল। এ সময় গ্যাস লাইটের আগুন খড়ের ঘরে লাগলে তা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনে আমিনুল ইসলামের দুই মাস ২২ দিন বয়সী এক শিশু কন্যা পুড়ে কয়লা হয়ে যায়। এ ছাড়াও ঘরে রক্ষিত কাপড়-চোপড়, ধান-চালসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয় অষ্টমীর চর ইউপি চেয়ারম্যান আবু তালেব ফকির ঘটনাস্থল পরিদর্শ করেন।
আগস্ট ৩, ২০১৯ at ১৯:১৯:০৪ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এজিএল/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.