দেশ প্রতিবেদক, বেনাপোল (যশোর) : বেনাপোল সীমান্ত থেকে ১৯ হাজার ৪ শত ডলারসহ মুজিবুর রহমান (৫০) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার দুপুরে আমড়া খালি চেকপোষ্ট থেকে তাকে আটক হয়।আটক মুজিবুর ঢাকার কদমতলী থানার স্মৃতি ধারা গ্রামের রমিজ উদ্দিনের ছেলে।
৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবদোর আব্দুল মালেক বলেন, গোপন সংবাদ পেয়ে, যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকা গামি একটি বিআরটিসি পরিবহনে তল্লাশি করে ১৯ হাজার ৪ শত ডলারসহ মুজিবুর রহমানকে আটক করা হয়। বাংলাদেশী টাকা অনুমানিক প্রায় ১৬ লাখ। আটক মুজিবুরের নামে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
বেনাপোল পোর্ট থানার এএসআই শাহিন ফরহাদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীকে যশোর আদালতে পাঠানো হবে।
আগস্ট ৩, ২০১৯ at ২০:০৭:১৭ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আরআই/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.