Take a fresh look at your lifestyle.

মশার কামড়কে রক্তদান বিবেচনায় মশা হত্যা না করতে অনুরোধ

Get real time updates directly on you device, subscribe now.

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে মশা। কেননা, সম্প্রতি বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে মশাবাহিত রোগ ডেঙ্গু।

এরই মধ্যে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ভয়ানক রূপ ধারণ করেছে এডিস মশা। দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ বিষয়ে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু। এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কয়েক হাজার মানুষ। অনেকের মৃত্যুও হয়েছে এই রোগে।

ডেঙ্গুর ভয়াবহতা যখন দিনের পর দিন বাড়ছে। এমনিই পরিস্থিতিতে মশা না মারার অনুরোধ জানালেন ফ্রান্সের  এক ব্যক্তি। তিনি প্রাণী অধিকার কর্মী। তিনি ফ্রান্সের একটি টেলিভিশনে কাজ করেন। তার নাম আইমেরিক ক্যারন।

তিনি বলছেন, ‘কোনওভাবেই মশা হত্যা করা উচিৎ না। তার মতে, মানুষকে মশার কামড়কে রক্তদান হিসেবে বিবেচনা করা উচিত।’ তিনি দাবি করেন, ‘পোকামাকড়গুলো তাদের ডিমের প্রোটিন যোগান দিতেই মানবদেহের রক্ত খায়।’

তার মতে, “পোকামাকড়কে কামড়ের অনুমতি দেওয়া উচিত। তবে তা আফ্রিকা বাদে। যেখানে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।”

তিনি বলেন, “বিষয়টি এভাবে বিবেচনা করতে পারেন, মাঝে মাঝে একটি পোকামাড়কের কামড় হচ্ছে রক্তদান। যে কেবল তার সন্তানকে পুষ্ট করার চেষ্টা করছে। এটি কোনও নাটক না।’’

তিনি পরামর্শ দেন , মশা হত্যা না করে এদের কামড় এড়াতে প্রাকৃতিকভাবে এমন কিছু উপকরণ যেমন: সাইট্রোনেলা, ল্যাভেন্ডার তেল বা রসুন ব্যবহার করা যায়।

এমন বক্তব্যের বিরোধিতা করে ব্রিটিশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার গ্রুপ-অ্যানিম্যাল ইক্যুয়ালিটির প্রধান টনি ভার্নেলি ক্যারনের বলেন, ‘এ ধরনের পরজীবী ম্যালেরিয়া বহন করে এবং বছরে কয়েক মিলিয়ন লোককে হত্যা করে।’ সূত্র: দ্য সান

আগস্ট ৪, ২০১৯ at ১২:০৪:১৪ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসজে

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

%d bloggers like this: