দেশ প্রতিবেদক, যশোর: ডেঙ্গু রোগ প্রতিরোধে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের উদ্যেগে সচেতনতামূলক প্রচারভিযান করা হয়েছে। বোর্ডের সকল কর্মকর্তা, কর্মচারী, এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দর সতস্ফুর্ত অংশগ্রহণে এ প্রচারাভিযান র্যালী বের করা হয়। রবিবার (৪ আগস্ট) সকালে সচেতনতামূলক এ প্রচারভিযানের কার্যক্রম র্যালীর উদ্বোধন করেন বোর্ডে চেয়্যারম্যান প্রফেসর মোহাম্মাদ আব্দুল আলীম।
এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর আলী আর রেজা, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, কলেজ পরিদর্শক প্রফেসর কে. এম রব্বানী, বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহীন আহমেদ, উপ-সচিব আব্দুস সালাম বিশ্বাস, প্রধান মূল্যায়ণ অফিসার মিজানুর রহমান, হিসাব অফিসার এমদাদুল হক, উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন, এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সহ সম্পাদক হুমায়ন কবির উজ্জ্বলসহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বোর্ড চেয়ারম্যান বলেন, ডেঙ্গু প্রতিরোধের জন্য সকলের বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখতে হবে, সেই সাথে ঝোপঝাড় কেটে ফেলতে হবে। সচেতন হওয়া ছাড়া ডেঙ্গু রোগ প্রতিরোধ করা সম্ভব নয়।
আগস্ট ৪, ২০১৯ at ১২:3৩:১৪ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/তআ
Comments are closed, but trackbacks and pingbacks are open.