Take a fresh look at your lifestyle.

চরমপন্থিদের নামে চলছে মোবাইলে চাঁদা দাবি

Get real time updates directly on you device, subscribe now.

এসএম রায়হান, কোটচাঁদপুর (ঝিনাইদহ) : ঝিনাইদহের কোটচাঁদপুরে চরমপন্থিদের বিভিন্ন বাহিনীর নাম দিয়ে সমাজের ধনাঢ্য ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত মোবাইল নাম্বারে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এমনকি চাঁদা দিতে না পারলে পরিবারের লোকদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় জনমনে আতঙ্কর সৃষ্টি হয়েছে।

কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা এ ব্যাপারে জনগণকে সাড়া না দিতে এবং জনসচেতনতা সৃষ্ঠির পরামর্শ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহা সামনে রেখে একটি কুচক্রি মহল দেশের বিভিন্ন স্থান থেকে সর্বহারা চরমপন্থিদের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন মোবাইল নাম্বার দিয়ে সমাজের ধনাঢ্য ব্যাক্তি ও সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত মোবাইল নাম্বারে ফোন দিয়ে চাঁদা দাবি করছে। এবং চাঁদার টাকা বিকাশ নাম্বারে পাঠাতে বলা হচ্ছে। এতে অনেকেই মুখ না খুললেও কেউ আবার পুলিশের সাহায্য নিচ্ছেন। পুলিশ জানায়, এইসব নাম্বার ট্যাকিং এর মাধ্যমে সনাক্ত করে তাদের কে আইনের আওতায় আনা হবে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে চরমপন্থি না থাকলেও বিভিন্ন বাহিনীর নাম দিয়ে কে বা কাহারা মোবাইলে চাঁদা দাবি করছেন। এব্যাপারে কাউকে ভয় না পাওয়ার ও পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এবং পুলিশ গুরুত্ব দিয়ে এবিষয় নিয়ে কাজ করছে বলেও জানান ওসি।

আগস্ট ৪, ২০১৯ at ১৫:৫৭:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসএমআর/এসজে

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

%d bloggers like this: