শাহ জামাল শিশির, ঝিকরগাছা (যশোর): “সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি, নিরাপদ আবাস গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী “মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ” উপলক্ষে ভয়াবহ ডেঙ্গু জ্বরের ব্যাপারে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও বাংলাদেশ ছাত্রলীগ ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে পৌর সদরে ডেঙ্গুবিরোধী পরিচ্ছন্ন ও মশা নিধন অভিযান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা যুবলীগের সহ-সভাপতি ও উপজেলা যুবলীগ নেতা আজহার আলী, উপজেলা যুবলীগ নেতা সাজ্জাদুল আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা শামীম রেজা,উপজেলা যুবলীগ নেতা ও ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, পৌর কাউন্সিলর কফিল উদ্দীন, আব্দুর রাজ্জাক, নিমাই চন্দ্র ঘোষ ও সাইফুল আলম সুজন। উপজেলা যুবলীগ নেতা আবু জাফর মনি, জাফিরুল হক রনি, জুলফিকার আলী ভুট্টো, আব্দুল বারিক, আব্দুল জব্বার, শাহেদুর রহমান শিপলু, আলমগীর হোসেন, আজহারুল ইসলাম লাবু সহ ঝিকরগাছা উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ।
এছাড়া ঝিকরগাছা পৌর যুবলীগ আহ্বায়ক একরামুল হক খোকন, পৌর যুবলীগ নেতা ইমামুল হাবীব জগলু, আরিফুজ্জামান ছন্টু, সাবেক ছাত্রনেতা ও পৌর যুবলীগ নেতা ফারুক হোসেন। ঝিকরগাছা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইমরান রশীদ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কামাল হোসেন, ঝিকরগাছা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক আলম কৌশিক সহ উপজেলা ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগস্ট ৪, ২০১৯ at ১৭:৫৫:৫৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/একে/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.