Take a fresh look at your lifestyle.

সাংবাদিক মুনিরসহ ২ জনের মোটরসাইকেল চুরি

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দনের প্রধান ফটো সাংবাদিক মনিরুজ্জামান মুনিরের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টার মধ্যে যে কোন সময় শহরের দড়াটানায় সংবাদপত্র পরিবেশক মেসার্স ইজচাহার আলীর বিল্ডিয়ের অফিসের সামনে থেকে মোটরসাইকেলটি (যশোর-হ-১১-৪১৮৩) চুরি হয়।

এছাড়া শনিবার রাতে শহরের ঘোপ জেলরোড এলাকার একটি বাড়ির গ্রিল ভেঙ্গে লাড়াই লাখ টাকা মূল্যের ইয়ামাহা কোম্পানির এফজেড ব্রান্ডের একটি মোটরসাইকেল চুরি হয়েছে।

সাংবাদিক মরিুজ্জামান মুনির জানান, প্রত্যেকদিন সন্ধ্যার দিকে মোটরসাইকেলটি মেসার্স ইজাহার আলীর অফিসের সামনে রেখে ভৈরব সুপার মার্কেটে দৈনিক স্পন্দন অফিসে যান। ঘটনার দিন সন্ধ্যার দিকে একইভাবে অফিসে গিয়ে রাত ১০টার দিকে ফিরে এসে দেখেন তার নামে ইস্যুকৃত আফিল গ্রুপের হিরো হোন্ডা কোম্পানির মোটরসাইকেলটি নেই। মোটরসাইকেলের ঘাড়ের লক ভেঙ্গে কে বা কারা সেটি চুরি করে নিয়ে গেছে। তিনি সেই মুহুর্ত থেকে অনেক স্থানে খোঁজ খবর নিয়েছেন। কিন্তু শেষে না পেয়ে তিনি কোতয়ালি থানায় রোববার সকালে মামলা করেন। মোটরসাইকেলে আফিল গ্রুপের নামে রেজিষ্ট্রেশন করা। কোম্পানির মোটরসাইকেলটি মুনির চালাতেন দৈনিক স্পন্দনের কাজের জন্য।

অপরদিকে কোতয়ালি থানার এসআই মাইনুল আহসান জানিয়েছেন, গত শনিবার রাত ১২টা থেকে সকাল ৬টার মধ্যে যশোর শহরের জেল রোডস্থ ‘প্রান্তশালা’ নামক বাড়ির অনিক নামে এক যুবকের ইয়ামাহা কোম্পানির এফজেড ব্রান্ডের মোটরসাইকেলটি চুরি হয়। নিচতলার গ্রিলের হ্যাজবোল্ড কেটে রাতে যে কোন এক সময় মোটরসাইকেলটি নিয়ে যায় চোর বা চোর চক্র। এই ঘটনায়ও কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

আগস্ট ৪, ২০১৯ at ২০:৫৫:২৭ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/একে/এসজে

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

%d bloggers like this: