দেশ প্রতিবেদক, যশোর: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
যশোরের পুলিশ সুপার মঈনুল হক মাসিক কল্যাণ সভায় রবিবার (০৪ আগস্ট) তাকে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করেন। যশোরের পুলিশ সুপার কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
গত জুলাই মাসে মাদক উদ্ধার ও মামলা তদন্তে প্রশংসিত ভূমিকা রাখায় মারুফ আহমেদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে এই সম্মান অর্জন করেন। তাকে সনদপত্র ও ক্রেস্ট উপহার দেওয়া হয়।
উল্লেখ্য, গত এপ্রিলেও মারুফ আহমেদ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।
আগস্ট ৪, ২০১৯ at ২০:৫৫:২৭ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/একে/তআ
Comments are closed, but trackbacks and pingbacks are open.