নিজস্ব প্রতিবেদক, শার্শা (যশোর) : ডেঙ্গু’র ভয়াবহতা নির্মূলে দেশজুড়ে চলছে “এডিস মশা” নীধনে কীটনাশক ওষুধ প্রয়োগ এবং জনসচেতনতামুলক লিফলেট বিতরন। এ কার্যক্রমকে তরান্বিত করতে দেশের সর্বোচ্চ জাতীয় সংসদের আইন প্রনেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে মাঠে নেমেছেন।
এ ক্ষেত্রে যশোরের শার্শা উপজেলার সাংসদ শেখ আফিল উদ্দিন এমপি ব্যাপক কর্মসুচী গ্রহন করেছেন। ইতোপূর্বে জাতির ক্রান্তিলগ্নে এবং ডেঙ্গু প্রতিরোধে এমপি আফিল উদ্দিন জরুরী ভিত্তিতে শার্শা উপজেলা আওয়ামীলীগের সকল সংগঠনের নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করেছেন। সেই নির্দেশনা কার্যকরের লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বেনাপোল পৌর ইউনিট,শেখ রাসেল ও জাতীয় শিশু-কিশোর পরিষদ, বেনাপোল এর উদ্যোগে বেনাপোল পৌর এলাকায় এমপি প্রদত্ত লিফলেট বিতরন করেন।
এসময় তারা পাড়া- মহল্লায়, বেনাপোল পৌরসভা, বেনাপোল কলেজ, মহিলা মাদ্রাসা, এম ইউ সিনিয়র মাদ্রাসা, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়, বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধের নির্দেশিকা বিতরণ এবং প্রচারভিযান চালান। উপরোক্ত সংগঠনগুলোর অভিযানে অংশ নেন- মোঃ ফারুক হোসেন উজ্জল, সত্যজিৎ দত্ত, কামরুজ্জামান তরু,ইমাদুল বিশ্বাস, কবির হোসেন ভূঁইয়া ,হারুনুর রশীদ, নাজমুল ইসলাম, মোঃ আওয়াল হোসেন, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শার্শা উপজেলা ছাত্রলীগ, রানা, মাহবুব রুবেল, শাহিন, তানভীর সহ প্রমূখ।
আগস্ট ৪, ২০১৯ at ২২:০৩:২৭ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আরআই/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.