দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে এক বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার করেছে বিজিবি। রোববার সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়া সীমান্ত এলাকা থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় ক্যাম্পের বিজিবি। নিহত রবিউল ইসলাম রবি (৩০) চিলমারী ইউনিয়নের হায়দারেরচর গ্রামের জানু মণ্ডলের ছেলে। বিএসএফের হাতে ওই যুবক নিহত হয়েছেন বলে এলাকাবাসী ধারণা করলেও বিজিবি তা অস্বীকার করেছে।
রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মণ্ডল সাংবাদিকদের জানান, কোরবানি ঈদকে সামনে রেখে একদল চোরাকারবারি ভারত থেকে চোরাই পথে ১৫৭ সীমানা পিলার সংলগ্ন চরপাড়া সীমান্ত পথ (নোম্যান্স ল্যান্ড) দিয়ে গরু পাচার করে আনছিলেন। ওই সময় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ৪৩ বিএসএফ কমান্ডেন্টের অধীনস্ত বাউশমারী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে রবি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। ওই সময় তার সহযোগী অপর চোরাকারবারিরা পালিয়ে আসেন।
এদিকে বিএসএফের গুলিতে রবি নিহত হওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে বিজিবি। বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধীনস্ত উপজেলার মহিষকুণ্ডি বিজিবি কোম্পানির অধিনায়ক সুবেদার জাহাঙ্গীর আলম জানান, নদীতে মাছ ধরতে গিয়ে নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে প্রতিপক্ষের হামলায় রবি নিহত হয়েছেন।
দৌলতপুর থানার ওসি আজম খান জানান, রোববার নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকালে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।
আগস্ট ৪, ২০১৯ at ২২:২৯:২০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআরএস/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.