সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পার্ল রাহ নামের এক তরুণীর একটি নগ্ন ছবি নিয়েই তোলপাড় শুরু হয়েছে। শোনা যাচ্ছে, পার্লকেই নাকি দাবাং ৩’-র নায়িকা হিসেবে দেখা যাবে। আনুষ্ঠানিক কোনও ঘোষণা না আসলেও সালমান খান আর ‘দাবাং ৩’ জড়িয়ে এক তরুণীর ছবি নিয়ে সর্বত্র চলছে এ তোলপাড়।
পার্লের নগ্ন ছবি ছড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠেছে, স্রেফ প্রচারের আলোয় আসার জন্যই কি এই পন্থা?
ভারতীয় এক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যে ছবি ছড়িয়ে পড়েছে, তা আদৌ আসল কি না, তা নিয়েই প্রশ্ন রয়েছে। যদিও, সোশ্যাল মিডিয়ায় ছবিটি নিয়ে তোলপাড়। লন্ডনের বাসিন্দা পার্ল সালমানের কাছের বন্ধু। ১৮ বছরের পার্লই নাকি ‘দাবাং’-এর সিকোয়েলে নায়িকার ভূমিকায় দেখা যাবে।
‘দাবাং ৩’-র শুটিং এখনও শুরু হয়নি। তার আগেই এই ধরনের ছবি ফাঁস হওয়ায় বেশ বিব্রত পার্ল।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, যদিও সংবাদমাধ্যমের একাংশের দাবি, পার্লকে সালমান আদৌ চেনেন না। ‘দাবাং ৩’-র নায়িকা হওয়া তো দূরের কথা। পার্ল নাকি স্রেফ প্রচার পাওয়ার জন্যই এই ছবি সর্বত্র ছড়িয়ে দিয়েছেন।
সত্যিটা কী, তা এখনও স্পষ্ট নয়। পার্লের সঙ্গে সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা যায়নি।
আগস্ট ৫, ২০১৯ at ১৩:১৯:০৪ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/তআ
Comments are closed, but trackbacks and pingbacks are open.