আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগামী বুধবার (৭ আগস্ট) থেকে ১২ দিনের ঈদের ছুটি শুরু হবে। ওইদিন সকাল ১১টা থেকে ইবির আবাসিক হলসমূহও বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার সকালে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহার ছুটি উপলক্ষে মঙ্গলবার (৬ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ হবে। তবে এদিন কোনো বিভাগ চাইলে ক্লাস পরীক্ষা নিতে পারবে। পরদিন বুধবার থেকে বন্ধ হবে প্রশাসনিক কার্যক্রম। তবে ছুটি শেষে ক্যাম্পাস খুলবে আগামী ১৯ আগস্ট এবং ক্যাম্পাস যথারীতিতে চলবে।
এদিকে ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রভোস্ট কাউন্সিল।
এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার বলেন, প্রভোস্ট কাউন্সিলের সভায় বুধবার সকাল ১১টর দিকে আবাসিক হলসমূহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ছুটি শেষে আগামী ১৮ আগস্ট (রোববার) সকাল ৯টায় হলসমূহ খুলে দেওয়া হবে।
আগস্ট ৫, ২০১৯ at ১৫:৪৮:৪৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএন এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.