বন্যা পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন জোড়দার, ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ সরবরাহ, ক্ষতিগ্রস্ত রাস্তা, বাঁধ, রেলপথ, ঈদের আগেই ট্রেন যোগাযোগ পুন:স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত সংস্কার, বাঁধ ভাঙ্গার কারণ তদন্ত করে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি প্রদানের দাবীতে এবং তিনজন সাঁওতাল হত্যায় জড়িত মুল আসামীদের বাদ দিয়ে চার্জশীট প্রদান এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে সোমবার সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে।
শহরের আসাদুজ্জামান স্কুল মার্কেটের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কৃষক নেতা ছাদেকুল ইসলাম, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তপন কুমার বর্মন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সন্তোষ বর্মণ, গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অশোক আগরওয়ালা, সাঘাটা উপজেলা সভাপতি রেজাউল করিম সুইট, সাধারণ সম্পাদক যজ্ঞেশ্বর বর্মণ, যুব নেতা রানু সরকার, ছাত্র নেতা পঙ্কজ সরকার, ওয়ারেছ সরকার প্রমুখ।
বক্তারা বন্যা পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোড়দার, ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে সার বীজসহ কৃষি উপকরণ সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত রাস্তা, ব্রীজ-কালভার্ট, বাঁধ, রেলপথ দ্রুত সংস্কারের দাবী জানান। সেইসাথে একমাস পেরিয়ে গেলেও ঢাকার সাথে গাইবান্ধার রেল যোগাযোগ চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং গোবিন্দগঞ্জে তিনজন সাঁওতাল হত্যায় জড়িত মুল আসামীদের বাদ দিয়ে চার্জশীট প্রদানের তীব্র নিন্দা জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেল গেটে এসে শেষ হয়।
আগস্ট ৫, ২০১৯ at ১৬:০৮:০৮ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসকেবি/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.