রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩৬৫ দিনই আবাসিক হলগুলো খোলা রাখার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধনে এ দাবি জানান তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বছরের বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে। আবাসিক হলগুলো দীর্ঘ দিন বন্ধ থাকে যা শিক্ষার্থীদের পড়াশোনায় অন্তরায় হয়ে দাঁড়ায়। অনেক শিক্ষার্থীর বন্ধের পরেই পরীক্ষা থাকে তাহলে তারা কিভাবে প্রস্তুতি নিবে। ফলে হলগুলো দীর্ঘমেয়াদী বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। তাই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ৩৬৫ দিন খোলা রেখে শিক্ষার্থীদের মুক্ত জ্ঞান চর্চায় সহায়তা করুন।
এসময় আরো বক্তব্য দেন, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাহমুদ সাকি, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী জামাল মিয়া প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ শেষে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক সাবিনা সুলতানার কাছে আবসিক হলগুলো ৮-২৪ জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত বাতিলে স্মারকলিপি জমা দেয় শিক্ষাথীরা।
প্রসঙ্গত, ঈদ উল আজহা ছুটি উপলক্ষে আগামী ৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত দীর্ঘ ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর এদিন থেকেই আবাসিক হলসমূহ বন্ধ থাকবে।
আগস্ট ৫, ২০১৯ at ১৬:২৩:৫৪ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসএস/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.