‘আলোর পথে নবযাত্রায়’ এই প্রতিপাদ্যকে ঘিরে কুড়িগ্রামে আপন ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ২০০ বন্যার্ত মানুষের শাড়ি-লুঙ্গি, অন্যান্য ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নে ঢাকাস্থ স্বেচ্ছাসেবী সংগঠন ‘আপন ফাউন্ডেশন;-এর উদ্যোগে দু’শতাধিক বন্যাদূর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে ছিল- একটি শাড়ী কাপড়, একটি লুঙ্গি, চাল দুই কেজি, সয়াবিন তেল ১ লিটার, ডাল দুই কেজি, আলু ৩ কেজি, গুড়ো দুধ, প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- আপন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আফতাবুজ্জামান, প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, কালিগঞ্জ ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, আলহাজ্ব আমির আলী ও আবু বক্কর সিদ্দিক প্রমূখ।
ত্রাণ হিসেবে শাড়ি, লুঙ্গি পেয়ে আনন্দে কান্নায় ভেঙ্গে পড়েন বৃদ্ধা সাহেরা বেগম। তিনি বলেন- বন্যায় ঘর ভেঙ্গে গেছে, এখন মেয়ের বাড়িতে আছি। এমন বিপদে ব্যতিক্রম এই ত্রাণ কোন কোন এনজিও দেয় নাই।
উল্লেখ্য, ঢাকাস্থ স্বেচ্ছাসেবী আপন ফাউন্ডেশন প্রতি বছর কুড়িগ্রামে শীত ও বন্যায় অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী এবং আশ্রয়হীন মানুষদের বাড়ি-ঘর নির্মাণ করে দিয়ে আসছে।
আগস্ট ৫, ২০১৯ at ১৮:১৬:৫৫ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এজিএল/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.