চুয়াডাঙ্গার পৌর শহরের কেদারগঞ্জ এলাকা থেকে একটি চোরাই মটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্যকে আটক করতে সক্ষম হয় র্যাব-৬ এর একটি বিশেষ আভিযানিক দল।
সুত্রে জানা যায়, রবিবার দুপুরে র্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের চৌকস অভিযান দল চোরাই মালামাল উদ্ধার সংক্রান্ত অভিযান পরিচালনা নিমিত্তে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন কেদারগঞ্জ গ্রামস্থ এলাকায় গমন করেন। পরবর্তীতে দুপুর তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন কেদারগঞ্জ গ্রামস্থ ১নং ওয়ার্ড জনৈক মোঃ দলিল উদ্দিন এর বাড়িতে অভিযান পরিচালনা করে।
মো দলিল উদ্দীন কেদারগঞ্জ পাড়ার মৃত পাতার আলীর ছেলে। তার ঘর তল্লাশির পর উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ০১ টি চোরাই মোটরসাইকেল ও রেজিষ্ট্রেশন সনদপত্র ১ কপি, কর পরিশোধ সনদপত্র ১ কপি, ইন্সুরেন্স সনদপত্র ০১ কপি, প্রভাতি ইন্সুরেন্স এর মানি রিসিপ্ট ০১ কপি উদ্ধার করা হয়।
আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন তার সহযোগীদের নিয়ে চোরাই মালামাল কেনাবেচা করে আসছে। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ বাংলাদেশ দন্ড বিধি আইনের ৩৭৯/৪১১/৪১৩ ধারার মামলা করা হয়।
আগস্ট ৫, ২০১৯ at ২০:৫৫:৫৫ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.