শার্শা উপজেলা ও বেনাপোল পৌর আওয়ামীলীগের উদ্যোগে শার্শা উপজেলায় বিভিন্ন স্থানসহ বেনাপোল পৌর আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে ২য় বারের মত “এডিস মশা” নিধনের জন্য সোমবার সকালে বিভিন্ন স্কুল, কলেজ, এবং বাজারে “এডিস মশা” নিধনে নিজ উদ্যোগে স্প্রে মেশিনের সাহায্যে কীটনাশক ওষুধ ছড়ানোর পাশাপাশি তারা ডেঙ্গু প্রতিরোধে সেই সকল প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের মাঝে জনসচেতনতা মূলক প্রজনীয় নির্দেশনা মানার পরামর্শ দেন। “জমে থাকা পানি যেখানে, ডেঙ্গু মশার জন্ম সেখানে” এরকম শ্লোগান এলাকার মানুষকে জানিয়ে দেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও আওয়ামীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।অপরদিকে, “এডিস মশা” নিধনে সোমবার সকালে বেনাপোল পৌর আওয়ামীলীগের উদ্যোগে স্প্রে মেশিনের সাহায্যে কীটনাশক ওষুধ ছড়ানো ও লিফলেট বিতরন করা হয়।এসময় প্রধান অতিথি হিসাবে কর্মসূচিতে যোগ দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মহাতাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ভাদু, প্রচার সম্পাদক আকবার আলী, শার্শা উপজেলার ছাত্রলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিক্কার আলী মন্টুসহ পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দসহ ছাত্রলীগের রুবেল, ইমরান, শাকিল, সাব্বির,অরেঞ্জ, বিপব,ফজা মোড়ল প্রমুখ।
উলেখ্য, ডেঙ্গু’র ভয়াবহতা এখন দেশজুড়ে। সরকার আপ্রান চেষ্টা চালাচ্ছেন এটিকে নির্মূল করতে। ডেঙ্গু’র সংক্রামক এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে,দিন দিন এ রোগে আক্রান্ত হচ্ছেন শিশুসহ বয়স্করাও। তবে একটু সচেতন হলে প্রাণঘাতি ডেঙ্গু মশার বংশ বিস্তার রোধ করা সম্ভব।
আগস্ট ৫, ২০১৯ at ২২:৩৫:৫৫ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আরআই/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.