আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, খাদ্য মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে অবস্থান করেও দেশের প্রাকৃতিক দুর্যোগ বন্যা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সার্বিক নির্দেশনা দিয়েছেন।
তাঁর ডাকে আওয়ামীলীগসহ ১৪দলের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসক, নার্স, শিক্ষকসহ সকল পেশাজীবি ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন। জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছেন। পবিত্র ঈদের ছুটিতে ডেঙ্গু গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা উল্লেখ করে সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন-আতঙ্কিত হবার কিছু নেই। ছুটিকালীন সময়ে ঢাকার বাইরে জেলা উপজেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা হবে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও দায়িত্ব পালন করার আহবান জানান তিনি। সোমবার কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সিরাজগঞ্জ জেলার বন্যা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় সুচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান শিকদার, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিনসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তিনি বন্যার পানি নেমে যাবার সাথে সাথে ক্ষয়-ক্ষতি নিরুপণ করে পূণর্বাসন কার্যক্রম শুরু করার আহবান জানান। সভার শুরুতেই ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তাঁর পরিবার শাহাদত বরণ, ২১ আগষ্ট বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তাঁর পরিবার, শহীদ এম মনসুর আলী সহ জাতীয় চার নেতা ও ২১ আগষ্ট গ্রেনেড হামলার ঘটনায় নিহতদের আত্বার মাগফেরাত ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আগস্ট ৫, ২০১৯ at ২২:৫৫:২০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এআর/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.