ন্যায্য মূল্য থেকে অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রির দায়ে গাইবান্ধার বাস র্টামিনাল ও লক্ষ্মীপুর ট্যাম্পুস্ট্যান্ড থেকে ২ জন বিক্রেতাকে ধরে থানায় নিয়ে যাওয়ার আগ মূর্হুতে মুচলেকা দিয়ে খালাস পেয়েছেন বিক্রেতারা।
গাইবান্ধার বিভিন্ন স্থানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এর উৎপাদিত কম মূল্যের সিগারেট (পাইলট, ডার্বি ও হলিউড) নির্ধারিত মূল্য ৪ টাকা। কিন্তু ন্যায্য মূল্যে বিক্রি না করে ৫ টাকায় বিক্রি করছে মর্মে এলাকার ভোক্তাগন স্থানীয় পুলিশকে অভিযোগ করলে সোমবার বিকেলে গাইবান্ধা সদর থানার এএসআই মোমনুর রহমান অভিযান চালান।
দেশদর্পণে আরও পড়ুন: জম্মু-কাশ্মিরের সাবেক দুই মুখ্যমন্ত্রী গ্রেপ্তার
এসময় বাস র্টামিনালের বোরহান স্টোর ও লক্ষ্মীপুরের এপ্যোলো স্টোর এ অভিযান চালিয়ে অতিরিক্ত দামে সিগারেট বিক্রির সত্যতা পান ও দোকান মালিকদের থানায় আসতে বলেন।
এসময় স্থানীয় লোকজনের অনুরোধে আর বেশি দামে সিগারেট বিক্রি করবে না বলে মূচলেকা প্রদান করলে তাদের ছেড়ে দেয়া হয়।
আগস্ট ৬, ২০১৯ at ১১:০৯:২৭ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসকেবি/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.