এসিড পানে এক ভারতীয় নাগরিকসহ তাবলীগ জামায়াতের দুই সদস্য গুরুতর অসুস্থ হয়ে পরেছে। তাবলীগ জামায়াতের প্রতিপক্ষরা তাদের হত্যার উদ্দেশ্যে কৌশলে পানির বোতলে এসিড মিশিয়ে পান করানো হয় বলেও অভিযোগ উঠেছে। সোমবার (৫ আগস্ট) রাতে জপুরহাটের ক্ষেতলাল উপজেলা শহরের একটি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
অসুস্থ তাবলীগ সদস্যরা হলেন, একজন ভারতের রাজস্থান এলাকার মৃত রহমতুল্ল্যাহর ছেলে শাহাবুদ্দিন ও অপরজন বাংলাদেশের ময়মনসিংহের জালাল উদ্দিনের ছেলে এমদাদুল হক।
ক্ষেতলাল উপজেলা থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খান জানান, তাবলীগ জামায়াতের মারকাজে নিজামুদ্দিন ও ওলামা মাশায়েক নামে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে বেশ কিছু দিন যাবৎ বিরোধ চলছিল। এরই মধ্যে সোমবার বিকালে ওলামা মাশায়েক গ্রুপের সদস্যরা নিজামুদ্দিন গ্রুপের ১২ জন সদস্যকে দাওয়াত দিয়ে ক্ষেতলাল নিয়ে যান।
দেশদর্পণে আরও পড়ুন:দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, আতঙ্কে কাঁপছে দেশ
পরে এশার নামাজ শেষে বয়ানের পর নিজামুদ্দিন গ্রুপের সদস্যদের রাতের খাবার দেওয়া হয়। এ সময় এই গ্রুপের নেতা ভারতের শাহাবুদ্দিন ও বাংলাদেশের এমদাদুলকে হত্যার উদ্দেশ্যে পানির বোতলে এসিড মিশিয়ে পান করানো হয় বলে অভিযোগ উঠে ।
পরে তারা অসুস্থ হয়ে পরলে তাদেরকে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে পরে তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ ছালাম কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। সেই সাথে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আগস্ট ৬, ২০১৯ at ১১:৩৪:২৫ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমএইচএস/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.