ঢালিউডে অল্প সময়ে নিজের শক্ত অবস্থান গড়েছেন নায়িকা শবনম বুবলী। রোজার ঈদে মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবিতে অভিনয় করেন তিনি। কোরবানির ঈদেও যথারীতি নতুন ছবি নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন বুবলী। জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বুবলী। মজার কথা হলো, বুবলীর এ পর্যন্ত মুক্তি পাওয়া সবগুলো ছবিই প্রেক্ষাগৃহে উঠেছে ঈদের সময়। তাই তো কেউ কেউ তাকে ডাকেন উৎসবকন্যা বলে।
এ প্রসঙ্গে বুবলী বলেন, এরইমধ্যে ছবিটি বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এটা অনেক আনন্দের। বলিউড কিংবা কলকাতাতেও উৎসব টার্গেট করে বড় বড় বাজেটের ছবিগুলো হয়। আর ঈদ আমাদের জন্য বড় উৎসব। তাই এমন উৎসবে ছবি মুক্তি পাওয়া অবশ্যই আনন্দের। আমি অনেক লাকী একজন অভিনেত্রী এ কারণে যে, এবার ঈদেও দর্শকদের জন্য নতুন ছবি নিয়ে হাজির হতে পারছি।
বুবলী বলেন, শিল্পী হিসেবে নিজের কাজটা করি। শিল্পী হিসেবে ফোকাসটা থাকে অভিনয়ের দিকে, পাশাপাশি কাহিনিতে চরিত্রটা কেমন সেটা দেখা।
অসাধারণ একটি গল্প নিয়ে ছবিটি বানিয়েছেন রাজু স্যার। আমারও সৌভাগ্য যে, এমন একটি ছবিতে কাজ করতে পেরেছি। গল্পই ছবিটির প্রাণ। এ সময়ে যা ঘটছে, সমসাময়িক যে ঘটনাগুলো ঘটছে তা নিয়েই ‘মনের মতো মানুষ পাইলাম না’ নির্মিত হয়েছে। এখানে দেশপ্রেম, ভালোবাসা, পারিবারিক বন্ধন সবকিছুই দর্শক দেখতে পাবেন।। ছবিটি প্রযোজনা করেছে দেশ বাংলা মাল্টিমিডিয়া। ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’ এবং সবশেষ ‘পাসওয়ার্ড’ ছবি মুক্তি পায় বুবলীর। এসব ছবিতে ভিন্ন ভিন্ন লুকে হাজির হয়েছেন তিনি। এবার ঈদে মুক্তি পেতে যাওয়া ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি নিয়ে বেশ আশাবাদী তিনি। আসছে ঈদের পর আবারো নতুন ছবির খবর নিয়ে হাজির হতে চান বলেও জানালেন এ নায়িকা।
আগস্ট ৬, ২০১৯ at ১২:৫২:২৭ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.