জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা-সংক্রান্ত সংবিধানের ৩৭০ ধারা বাতিলে ভারতের এক তরফ ঘোষণা পাকিস্তান প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের প্রেসিডেন্ট ও দেশটির বিরোধী দলীয় নেতা শেহবাজ শরিফ। একই সঙ্গে ভারতের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন তিনি। খবর পাকিস্তান ট্যুডে।
নেতা শেহবাজ শরিফ বলেন, কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংকট সমাধানের প্রক্রিয়ার বিরুদ্ধে একটি বিদ্রোহ স্বরুপ। অর্থাৎ ভারত জাতিসংঘের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ ঘোষণা করল। এই সমস্যা সমাধানে ভারত এক তরফা কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না বলেও তিনি উল্লেখ করেন।
লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিছু মানুষ ধারণা করেছিল, দ্বিতীয়বার ক্ষমতায় এসে গুজরাটে কয়েক হাজার মানুষ হত্যাকারী মোদি কাশ্মীর ইস্যু সমাধান করবেন। কিন্তু এটা ‘অপরিণত চিন্তা’ ছাড়া আর কিছুই নয়।
দেশদর্পণে আরও পড়ুন: জম্মু-কাশ্মিরের সাবেক দুই মুখ্যমন্ত্রী গ্রেপ্তার
তিনি আরও বলেন, এটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যও একটি পরীক্ষা। কারণ সম্প্রতি কাশ্মীর ইস্যু সমাধানে ভারত এবং পাকিস্তানের মধ্যে মধ্যস্ততাকারী হিসেবে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে সত্যিই মন থেকে সহযোগিতা করতে চেয়েছেন কিনা সেটা তার কাজেই এখন প্রমাণ করতে হবে। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের প্রেসিডেন্ট শেহবাজ শরিফ কাশ্মীর ইস্যু সমাধানে এবং নিপীড়িত কাশ্মীরিদের বিরুদ্ধে এক তরফা সিদ্ধান্তের বিষয়ে ভারতকে চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
আগস্ট ৬, ২০১৯ at ১৩:৪০:২৭ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.