ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ আলসিয়া ভকরগাঁও গ্রামের রবিউল ইসলাম (১৭) নামে এক মাদ্রাসাছাত্র ডেঙ্গুজ্বরে মঙ্গলবার (৬ আগস্ট) ভোরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। সে ঐ গ্রামের নুরুল ইসলামের ছেলে। জানা গেছে, রবিউল ঢাকার মিরপুর হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। সে গত ২৯ জুলাই ঢাকা থেকে নিজ বাড়িতে আসে এবং ৩০ জুলাই জ্বর নিয়ে দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি হয়। সেখানে তার ডেঙ্গুজ্বর ধরা পড়ে। অসুস্থ রবিউলকে ঢাকায় নিয়ে যাবার আগেই ০৬ জুলাই ভোরে তার মৃত্যু হয়। ঐ দিনেই স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
আগস্ট ৬, ২০১৯ at ১৬:৩৫:২২ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এইচকে/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.