যশোরের চৌগাছায় সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, ধূলিয়ানীতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মহব্বত আলীর সভাপতিত্বে ইউনিয়নের তিনজন বীরমুক্তিযোদ্ধার উপস্থিতিতে এই আলোচনা সভার আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনায় হলো এই আয়োজনের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানের ধূলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমানের প্রধান অতিথি হিসাবে আসার কথা থাকলেও তিনি উপস্থিত থাকতে পারেন নি।
এছাড়া ইউনিয়ন মুক্তিযুদ্ধ কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান উপস্থিত ছিলেন। বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন সাহেব ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতে ট্রেনিং অবস্থায় থাকা এবং দেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কিছু অংশের বর্ণনা দিয়েছিলেন। তিনি বলেন, আমি ট্রেনিং এর জন্য ভারতের বিহারসহ কয়েক জায়গায় অবস্থান করেছিলাম। তারপর দেশে ফিরে স্বাবাভিক ভাবেই অস্ত্র নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। এভাবে তিনি ৪৫ মিনিট ধরে ট্রেনিং ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ কালীন সময়ের বর্ণনা দেন।
দেশদর্পণে আরও পড়ুন: দুটি ফেসবুক থাকায় ঝগড়া করে স্ত্রীর ওড়নায় কলেজ ছাত্রের আত্মহত্যা
আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মহব্বত আলী, সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক কামারুজ্জামান, সহকারী শিক্ষক ফারুক হোসেন প্রমূখ।
এছাড়া এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আগস্ট ৬, ২০১৯ at ১৭:০৮:৩৬ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআই/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.