যশোরের কেশবপুর মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানো শীর্ষক আলোচনা সভা মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে। মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এস এম আব্দুল করিম। আরো বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, অবসরপ্রাপ্ত শিক্ষক দীন মোহাম্মদ, সহকারী শিক্ষক ওলিয়ার রহমান, হাফেজ সুলতান আহম্মদ প্রমুখ।
আগস্ট ৬, ২০১৯ at ১৮:৩১:৪৬ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআরএস/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.