জীবননগরে মশা নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অভিযান পালিত হয়েছে।গতকাল সোমবার সকল ৯টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চক্তর থেকে মশা নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে একটি র্যালী বের হয় এবং পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে পরিচ্ছন্ন অভিযানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, সাংবাদিক জাহিদ বাবু, জহিরুল ইসলাম, সমবায় অফিসার মতেহার হোসেন, সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের সাধারন সম্পাদক মিঠুন মাহমুদ, সদস্য শাকিব হোসেন, মুরাদ, শামীম, রিদয়, স্বপ্নর সভাপতি লিটন প্রমুখ।
পরে উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম জীবননগর শহরের প্রতিটি তরফদার মার্কেট,কাঁচা বাজার ও উপজেলা মার্কেটের ময়লা আর্বজনা পরিস্কার করে । এ সময় সাধারন মানুষের মাঝে ডেঙ্গু মশা হতে নিজ বাড়ির আঙ্গিনা সহ আশপাশের ঝোপঝাড় পরিস্কার রাখতে সকলকে সচেতন হতে বলা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ।
আগস্ট ৬, ২০১৯ at ২১:২৯:৫৬ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.