ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলে ভারতের পদক্ষেপের বিরুদ্ধে জবাব দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে কাশ্মীরে ভারতের জাতিগত নিধনের আশঙ্কাও ব্যক্ত করেছেন ইমরান খান।
ইমরান খান বলেছেন, ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা-সংক্রান্ত ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান। এমন পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত।
এর আগে পাক সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াও বলেছেন, কাশ্মীরিদের সহায়তার জন্য তাদের সেনারা যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত।
এদিকে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের আগে রোববার সন্ধ্যা থেকেই কাশ্মীরে টেলিফোন, মোবাইল এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। তারপর থেকে এখন পর্যন্ত একই পরিস্থিতি বিরাজ করছে। এখনও সেখানবার কেউ কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
দেশদর্পণে আরও পড়ুন: জাতিসংঘের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ ঘোষণা করল ভারত
দীর্ঘদিন ধরেই কাশ্মীর নিয়ে বিতর্ক রয়েছে। প্রায় সাত দশক ধরে ৩৭০ অনুচ্ছেদের আওতায় বিশেষ মর্যাদা পেয়ে আসছিল কাশ্মীর। কিন্তু গত সোমবার হঠাৎ করেই ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণা দেয় ভারত।
প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে আমরা সাধারণ সভায় ভারত সরকার যে ঘোষণা দিয়েছে সে বিষয়টি তুলে ধরব। আমরা সব সংস্থার সঙ্গে এ বিষয়ে কথা বলব। আমরা এ বিষয়টি গণমাধ্যমের কাছে তুলে ধরব এবং বিশ্ববে বলব।
ইমরান খান আরও বলেন, কাশ্মীরের বিশেষ সুবিধা বাতিলের কারণে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের তকমা হারাবে ভারত। তিনি বলেন, আমার আশঙ্কা কাশ্মীরে ভারত এখন জাতিগত নিধন চালাবে। তারা স্থানীয় লোকজনকে সরিয়ে অন্যদের সেখানে আনার চেষ্টা করবে। আর ওই লোকদেরই সংখ্যাগরিষ্ঠতা দেবে। এতে করে স্থানীয় লোকজনরা তাদের ক্রীতদাসে পরিণত হবে।
আগস্ট ৭, ২০১৯ at ১১:৪৬:১৩ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.