গাজীপুরের শ্রীপুরে মঙ্গলবার দুপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।
নিহত মো. রাজিবুল ইসলাম চুয়াডাঙ্গার দামুড়হুদার আলী আহম্মদের ছেলে। তিনি রাজধানীর মহাখালীতে বসবাস করতেন।
র্যাব-২ এর এসপি মহিউদ্দিন ফারুকী বলেন, চুয়াডাঙ্গা থেকে একটি মাদকের চালান রাজধানীর মোহাম্মদপুরে আসবে- এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় কালিয়াকৈর বাইপাসে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে রাজিবুল গাড়ি ঘুরিয়ে টাঙ্গাইলের সখিপুর ও ময়মনসিংহের ভালুকা হয়ে মাওনা চৌরাস্তার দিকে যায়।
এসপি ফারুকী আরো বলেন, মঙ্গলবার দুপুরে গাজীপুর চৌরাস্তায় চেকপোস্টে ওই প্রাইভেটকারটিকে থামার সংকেত দিলে রাজিবুল ব্যারিকেড ভেঙে ময়মনসিংহ রোডে চলে যায়। এ সময় র্যাব তার পিছু নেয়। তিনি দ্রুত গতিতে মাওনা চৌরাস্তার করইতলা মণ্ডল বাড়ির কাছে পৌঁছে মানুষের সামনেই আমাকে লক্ষ্য করে গুলি করেন। আত্মরক্ষায় আমিও পাল্টা গুলি করি। এতে ঘটনাস্থলেই রাজিবুল নিহত হন। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, চার রাউন্ড গুলি, একটি প্রাইভেটকার, এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.