ঈদযাত্রার প্রথমদিন সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে ভিড় করেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। এখনো সরকারি ছুটি শুরু না হওয়ায় রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় নেই। ঈদযাত্রার প্রথম দিনে ঠিক সময়ে রাজধানীর কমলাপুর স্টেশন ছেড়ে যাচ্ছে অধিকাংশ ট্রেন। রেলস্টেশনে তেমন ভোগান্তি নেই। আর তাই স্বস্তির ঈদযাত্রায় যাত্রীরা বেশ খুশি।
এবার কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যে সব মিলিয়ে ৫২টি ট্রেন ঢাকা ছেড়ে যাবে। যেগুলোতে আসন সংখ্যা রয়েছে ৫২ হাজার। তবে যাত্রীদের সুবিধার্থে প্রতিটি ট্রেনেই ৩০ ভাগ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে।
বুধবার (৭ আগস্ট) কমলাপুর রেলস্টেশন ঘুরে এসব তথ্য পাওয়া যায়। ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর রেলস্টেশনে তেমন ভোগান্তি নেই। সকাল থেকে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে বেশিরভাগ ট্রেনই সিডিউল অনুযায়ী ছেড়ে গেছে। সকাল ১০টা পর্যন্ত ঈদযাত্রার ১০টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। এর মধ্যে ৪০ মিনিট দেরিতে চিলাহাটিহামী নীলসাগর এক্সপ্রেস ও এক ঘণ্টা দেরিতে রংপুর এক্সপ্রেস ছেড়ে গেছে। পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস প্লাটফর্ম ছাড়ার অপেক্ষায় আছে।
রাশেদ হাসান নামের এক যাত্রী বলেন, ‘রাস্তার ঝক্কি-ঝামেলা এড়াতে আগেভাগেই ঢাকা ছাড়ছি। নীলফামারী যাব। গত ঈদে উত্তরবঙ্গের নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সিডিউল বিপর্যয় চরমে ছিল। এবার ঈদযাত্রার প্রথম দিনে ট্রেন ছাড়তে যেহেতু খুব একটা দেরি হয়নি। গতবারের তুলনায় খুব কম সময় অর্থাৎ ৪০ মিনিট দেরিতে এই ট্রেনটি ছেড়েছে। এতে আমদের খুব একটা দুর্ভোগ হয়নি।’
দেশদর্পণে আরও পড়ুন: থানায় নৃশংস নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিলেন মিন্নি
রংপুরগামী আরেক যাত্রী শারমিন সুলতানা বলেন, ‘ঝামেলা এড়াতে আগেই গ্রামে যাচ্ছি। কমলাপুর স্টেশনে দেখলাম প্রথম দিনে ভিড় কিছুটা কম। এতে আমরা স্বাচ্ছন্দে ট্রেনে উঠতে পারছি এবং প্লাটফর্মে প্রবেশ করতে পারছি। সকাল থেকে দেখলাম বেশিরভাগ ট্রেনই যথাসময়ে ছেড়ে গেছে।’
কমলাপুর রেল স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল হক বলেন, ‘যেহেতু ঈদযাত্রার আজ প্রথমদিন, স্টেশনে তাই ঘরমুখো মানুষের ভিড় কিছুটা কম। আমাদের ট্রেনগুলো সকাল থেকে সিডিউল অনুযায়ী ছেড়ে গেছে। দুই-একটি ট্রেন কিছুটা দেরিতে গেছে, তবে সেগুলোকে সিডিউল বিপর্যয় বলা যাবে না। অন্যান্য বছরের তুলনায় এবার ঈদযাত্রা নির্বিঘ্নে ও ভালো হবে আশাবাদ ব্যক্ত করেন স্টেশন ব্যবস্থাপক।
আগস্ট ৭, ২০১৯ at ১২:১২:০৬ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.