যশোর জেলা পরিষদের কর্তৃপক্ষের আয়োজনে ৩শ ২০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে ।
বুধবার সকালে যশোর জেলা পরিষদ মিলনায়তনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সভাপতি সাইফুজ্জামান পিকুল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি ।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এ এম রফিকুন্নবী, যশোর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষার্থীদের অভিভাবকগণ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.