“নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসাবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বনগাঁও মাদ্রাসায় এক মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়।
বুধবার (৭ আগস্ট) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ অভিযান চলে। মাদ্রাসার ক্লাশরুমসহ আশপাশের ঝাড় জঙ্গল পরিষ্কার অভিযানে ম্যানেজিং কমিটির সভাপতি তৈমুর রহমান, সুপারেনটেনডেন্ট হারুন আল রশিদ, সহ- সুপার আনিসুর রহমানসহ সকল শিক্ষক- কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।
আগস্ট ৭, ২০১৯ at ১৩:৪৯:৩৪ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এইচকে/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.