মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে ব্যাঙ্গাতক ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের অভিযোগে রাজারহাট উপজেলার শান্তিনগর জামে মসজিদের খতিব ও ময়েন মিয়াজি উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ইমাম হাবিবুল্লাহ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাজারহাট প্রেসক্লাবে রাজারহাটের ওলামা ও স্থানীয় মুসলমানগণ এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
লিখিত বক্তব্য পাঠ করেন, কাঁঠালবাড়ি নুরুল্লাহ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মেহের আলী। তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন, হাবিবুল্লাহ সিদ্দিকী বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) ওনার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাঙ্গাত্বক ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান সহ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন করাকে খ্রীষ্ট্রানদের বড় দিন, হিন্দুদের জন্মাষ্ঠামী ও বৌদ্ধ পূর্ণিমার অনুকরন বলে আপত্তিকর কথা ফেসবুকে ও ইউটিউবে পোষ্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। একারনে আয়োজকরা এর প্রতিবাদ ও হাবিবুল্লাহ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।
দেশদর্পণে আরও পড়ুন: প্রথম অগ্নি পরীক্ষায় পাস
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা ফফরুল ইসলাম, রাজারহাট সদর বনিক সমিতির সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন, আওয়ামী লীগ নেতা বাবুল হোসেন, মকবুল হোসেন মাষ্টার, নুর মোহাম্মদ প্রমূখ।
আগস্ট ৭, ২০১৯ at ১৪:২২:৪৬ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এজিএল/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.