যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৩২ টি স্বর্ণের বার উদ্ধার করেছে ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ দল। বুধবার (৭ আগস্ট) সকালে বেনাপোল সীমান্তের দূর্গপুর এলাকা থেকে স্বর্ণর বারগুলো উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের জন্য গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় ৪৯ বিজিবি’র ইন্টিলিজেন্স দল জানতে পারে যে, একজন স্বর্ণ পাচারকারী স্বর্ণের বার পাচারের উদ্দেশ্যে বহন করবে।
এ খবরে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনা নায়েব সুবেদার মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে একটি অভিযান শুরু করে। এরপর সকাল ১১টায় একজন সন্দেহভাজন মোটরসাইকেল চালককে চ্যালেঞ্জ করলে দূর হতে বিজিবি দেখে বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর মোড়ে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা তৎক্ষনাত উক্ত ব্যক্তিকে পিছু ধাওয়া করলেও সে দৃষ্টির আড়ালে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে ঘটনাস্থলে মোটরসাইকেলটি তল্লাশী করে সাইলেন্সারের মধ্যে বিশেষ ফিটিং অবস্থায় রাখা ২ কেজি ৮০০ গ্রাম ওজনের ৩২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ২৩ লক্ষ ২০ হাজার টাকা।
এ রিপোর্ট লেখা সময়ে উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি‘র তথ্য মোতাবেক, চলতি বছরের মার্চ এ পর্যন্ত যশোরের সীমান্ত এলাকায় স্বর্ণ পাচার বিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করে সর্বমোট ১১ কেজি ৩ শ ৬৩ গ্রাম স্বর্ণসহ ৬ জন আসামী আটক করা হয়েছে।
আগস্ট ৭, ২০১৯ at ১৫:২৯:৫৬ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/তআ
Comments are closed, but trackbacks and pingbacks are open.