জয়পুরহাট সদর উপজেলার ভাদশা হরিপুর এলাকা থেকে আব্দুর রহিম নামে এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহিম পার্শবর্তী নওগাঁর ধামইরহাট উপজেলার ধুরইল গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে।
এ হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে দুই জনকে আটক করেছে। আটককৃতরা হলো- জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম গ্রামের শফিকুলের ছেলে জনী (২০) এবং একই উপজেলার খনজনপুর এলাকার খালেকের ছেলে তরিকুল (২৩) ।
তার আগে সন্দেহভাজন ওই দু’জনকে ভাদসা ইউনিয়নের গোপালপুর থেকে আটক করে গনপিটনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানা নিয়ে আসে।
দেশদর্পণে আরও পড়ুন:চুয়াডাঙ্গায় শক্তিশালী বোমা সাদৃশ্য উদ্ধার
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে আব্দুর রহিম তার অটোভ্যান নিয়ে বাডি থেকে বের হয়। এরপর রাত ১০টার দিকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। সকালে স্থানীয়রা হরিপুর এলাকার রাস্তার পাশে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুস সালাম জানান, তার ভ্যানটি উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ভ্যানটি ছিনতাই করেব্ব হত্যা করতে পারে বা পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে ।
আগস্ট ৭, ২০১৯ at ১৭:৪২:৩৪ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএম/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.