ঝিনাইদহ শহরের গীতাঞ্জলী সড়কের একটি গুদামে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার নকল কোমলপানীয় স্পিড উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় জনপ্রিয় আকিজ ফুড এন্ড বেভারেজ কোম্পানীর জনপ্রিয় ব্র্যন্ডের বেনটেন স্পিড ও ফাস্ট স্পিডের ৫০ হাজার নকল কোমলপানীয় জব্দ করা হয়। প্রতারক ব্যবসায়ী আনিছকে জরিমানা করা হয় এক লাখ টাকা। অভিযোগ পাওয়া গেছে, মেসার্স রহমান ব্রাদার্সের মালিক গীতাঞ্জলী সড়কের ব্যাবসায়ী আনিছুর রহমান দীর্ঘ দিন ধরেই আকিজ কোম্পানীর নকল স্পিড বাজারজাত করে আসছিল। মঙ্গলবার মধ্যরাতে এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল আনিছুর রহমানের গুদামে অভিযান চালায়।
এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসনাথ, এ কে এম নুর হোসেন নির্ঝর, সদর থানার ওসি মিজানুর রহমান খান, ডিবি তদন্ত ইন্সপেক্টর জোহাসহ উপস্থিত ছিলেন। অভিযান কালে আনিছের গুদামে ৫০ হাজার নকল স্পিডের মজুদ ধরা পড়ে। নড়াইল জেলার কালিয়া এলাকায় এই নকল স্পিড তৈরী করা হয় বলে বিষয়টি জানাজানি হয়ে পড়ে। পরে উদ্ধারকৃত নকল স্পিড রাস্তার উপর ফেলে ধ্বংস করা হয়।
আগস্ট ৭, ২০১৯ at ১৯:১৩:৩২ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কেএল/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.