যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ুর রহমান হলের ডাইনিংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান-এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যবিপ্রবিতে শাখা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার বিকাল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির শহীদ মসিয়ুর রহমান হলের প্রভোস্ট প্রকৌশলী ড. মো: আমজাদ হোসেন, সহকারী প্রভোস্ট প্রকৌশলী মোনজুজ্জামান, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফিকুর রহমান আয়ন, উপ-প্রচার সম্পাদক ইলিয়াস হাসান, শহীদ মসিয়ুর রহমান হলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, ইসাদ হোসেন,আসিফ আল মাহমুদ, শেখ শরীফ উদ্দিন, ছাত্রলীগ নেতা রাসেল পারভেজ সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
দেশদর্পণে আরও পড়ুন: বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের নবাগত ও বিদায়ী ইনচার্জদ্বয়কে ব্যবসায়ীদের সংবর্ধনা
অনুষ্ঠানে যবিপ্রবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আফিকুর রহমান আয়ন, শহীদ মসিয়ুর রহমান হলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা সহ আরও অনেকে।
বক্তব্য শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: আকরামুল ইসলাম।
সন্ধ্যা সাতটায় আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আগস্ট ৭, ২০১৯ at ১৯:৪০:৪৬ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আরএ/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.