জয়পুরহাটে দরিদ্র পরিবারের ৩৫ জন মেধাবী শিক্ষার্থীর ঝড়ে পড়া রোধ ও শিক্ষা জীবনকে এগিয়ে নিতে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় বুধবার স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো) ওই চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
২০১৭ ও ২০১৮ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৪ থেকে ৫ পর্যন্ত প্রাপ্ত অতিদরিদ্র পরিবারের ৩৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ১২ হাজার টাকা করে মোট ৪ লাখ ২০ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। এসময় আরো বক্তব্য রাখেন এসো’র নির্বাহী পরিচালক মো. মতিনুর রহমান সংস্থার উপ-নির্বাহী পরিচালক আতাউর রহমান, জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুল আমিন, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী, জেলা ব্র্যাক প্রতিনিধি আকতারুল ইসলাম প্রমূখ।
আগস্ট ৭, ২০১৯ at ২১:২৫:৫৮ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএম/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.