দৈনিক যুগান্তর পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি ও দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার সম্পাদক,সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. জেহাদুল ইসলামের উপর হামলার ঘটনায় সিরাজগঞ্জের কর্মরত সাংবাদিকরা ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে।
বুধবার সকাল সোয়া ১১ টার দিকে শহরের চোরাস্তার মোড় বাহিরগোলা রোডের নিজ বাসভবন থেকে বের হয়ে পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে পেপুলবাড়ীয়া যাত্রা পথে বাহিরগোলা মসজিদের উত্তর পাশে অবস্থান নেয়া একদল সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি। বর্তমান সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এবিষয়ে সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন,সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামের সাধারন সম্পাদক ফেরদৌস হাসান, সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না ও সাংগঠনিক সম্পাদক এএইচ আলামগীর কবির, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টিএম কামরুজ্জামান লাভু, সলঙ্গা প্রেসক্লাবের সভাপতি কোরবান আলী, সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দীন আহমেদ, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি তাপস কুমার ঘোষ সাধারণ সম্পাদক রুহুল আমীন বকুল, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সহ-সভাপতি ও যুগান্তর প্রতিনিধি রফিক মোল্লা, কাজীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল জলিলসহ সিরাজগঞ্জের কর্মরত সকল সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের চিহিৃত করে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহেনের জন্য পুলিশের প্রতি দাবি জানিয়েছে।
আগস্ট ৭, ২০১৯ at ২১:৩৬:৪৫ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এআর/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.