ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে বেনাপোল পোর্ট থানার উদ্যোগে বেনাপোলে বাজারে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুুধবার (৭ই আগষ্ট) বিকালে র্যালি অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল ও পৌর ছাত্রলীগ।
“সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি,নিরাপদ আবাস গড়ে গড়ি”ট্যাগলাইন শীর্ষক এই র্যালিটি সকলকে সচেতন করতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সমবেত হয় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ। জমে থাকা পানিতে এডিস মশার বংশ বিস্তার রোধ করতে দেশের প্রতিটি মানুষের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে যেন জমে থাকা পানি পরিষ্কার করে তার জন্যই এই প্রচার উদ্যোগ গ্রহণ করেছে। ডেঙ্গু’র পাশাপাশি মাদক ও ইভটিজিং বিরোধী প্রচার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত ওসি সৈয়দ আলমগীর বলেন দেশে ডেঙ্গু’র প্রাদুর্ভাব প্রতিনিয়ত বাড়ছে। সাথে সাথে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। কিন্তু আমরা একবারও ভেবে দেখছি না এটি কি কারণে হচ্ছে। আমরা যদি নিজেদের ঘরবাড়ি এবং উঠান, ছাদ, বাগান পরিষ্কার রাখি তাহলে এডিস মশা বংশ বিস্তার করতে পারবে না।আশেপাশের মাঠ-ঘাট পরিষ্কার রাখার পাশাপাশি আমরা সকলে যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি তাহলে খুব সহজেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।এই র্যালির মাধ্যমে ডেঙ্গু’র প্রতিরোধ, মাদক ও ইভটিজিং বিরোধী সম্পর্কে জনগণের প্রধানত কী করণীয় সে বিষয়ে তাদেরকে স্পষ্টভাবে জানাচ্ছি। তারা যদি এগুলো মেনে চলার ব্যপারে সচেতন হয় তবে দেশকে খুব দ্রুত এই সমস্যা থেকে মুক্ত করা সম্ভব হবে বলে আমার বিশ্বাস। র্যালির পাশাপাশি জনগনকে সচেতন করার লক্ষে লিফলেট বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার সকল পুলিশ কর্মকর্তা, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সাংবাদিকবৃন্দ, পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।
আগস্ট ৭, ২০১৯ at ২২:২৭:৩৬ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আরআই/এসজে
Comments are closed, but trackbacks and pingbacks are open.