নিজস্ব প্রতিবেদক: দুই দিনের মাথায় আবারও বাড়ল স্বর্ণের দাম। আর এ দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
আজ বৃহস্পতিবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে। দ্বিতীয় দফায়ও প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে সংগঠনটি।
ফলে এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ৫৫ হাজার ৬৯৫ টাকা। এর আগে ছিল ৫৪ হাজার ৫২৯ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ক্রমাগত স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। ফলে দেশীয় বুলিয়ান মার্কেটে স্বর্ণের দাম বাড়ায়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন:
আকিজ ফুড এন্ড বেভারেজ কোম্পানীর নকল কোমলপানীয় জব্দ
আগস্ট ৮, ২০১৯ at ০১:১৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এফএস
Comments are closed, but trackbacks and pingbacks are open.